SMS to All students including old class X
প্রিয় অভিভাবক,
বারংবার বলা সত্ত্বেও কিছু শিক্ষার্থী নির্ধারিত ইউনিফর্ম ও হেয়ারকাট ব্যতীত স্কুলে আগমন করছে। আগামী ২৯/০১/২০২৩ তারিখ থেকে নির্ধারিত ড্রেস কোড ও হেয়ারকাট অনুসরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের স্কুল থেকে ফেরত পাঠানো হবে।
 ২০২৬ শিক্ষাবর্ষে, বাংলা ভার্সনে ভর্তি আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২৫ এবং ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর ২০২৫; সকাল ৯ ঘটিকা । এখন থেকে শুধুমাত্র tap অ্যাপ, Internet Payment Gateway অথবা *733# ডায়াল করে টিউশন ফি দেয়া যাবে, মাসের সংখ্যা 1 এর পরিবর্তে মাসের কোড যেমন May 2025 এর ক্ষেত্রে 052025 দিতে হবে।