প্রিয় অভিভাবক,
(১) ১১/০১/২০২২ তারিখে ১১ বছর ১ দিন হতে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হবে৷ (২) আপনার সন্তানকে নাস্তা সেরে সকাল সাড়ে ৮টার মধ্যে বিদ্যালয়ে নিজ নিজ শ্রেণিকক্ষে হাজির থাকার জন্য অনুরোধ করা হলো৷ (৩) যথাসময়ে স্কুল বাস চলবে৷ (৪) ঐ দিন সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে৷ (৫) বিষয়টি অতিব জরুরী৷
-অধ্যক্ষ

